১৭৯
–এম.এস.কাকন
ইচ্ছেগুলো জাগে আমার, হারায় কোন নিমিষে,
ভেসে চলে মনভূমি, সোনালি কল্পনামিশে।
হারাতে হারাতে খেয়ালই থাকে না কখন,
হঠাৎ দেখি ফিরে পাই, ইচ্ছের রঙিন ভুবন।
এই জগৎ-সংসারে, আমায় ঘিরে চলে খেলা,
কত না অভিমানের বৃষ্টি নামে নিরবেলা।
তাই বলে কি সব ছেড়ে, মুখ ভার করে থাকবো?
ভালোবাসার আলো মেখে, নতুন পথে হাঁটবো।
সরলতার সাগর বুকে, ভেবেছো আমায় সস্তা?
বস্তাপঁচা দেয়াল তুলে, ঘিরেছো মনের খাতা।
আমার মতো হৃদয়বান ভাই আর ক’জন রে!
জালাস নে আর দুঃখের জাল, মুক্তি দে হৃদয়ে।
ভালোবাসার ভাষা ছেড়ে, কেন ভাসো ঘোরে?
আলোকছায়ার ভেলায় ভেসে, খুঁজে নাও প্রহরে।
যেখানে অভিমান ফুরোয়, সেখানে গড়ে গান,
চলো তবে হাত ধরাধরি, গড়ি রঙিন প্রাণ।