এসএসসি পরীক্ষার সংশোধিত সূচি প্রকাশ করা হয়েছে। সংশোধিত সূচি অনুযায়ী, ১৩ এপ্রিলের বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা পিছিয়ে আগামী ১৩ মে অনুষ্ঠিত হবে। তাছাড়া, ব্যবহারিক পরীক্ষার সময়সূচিও পরিবর্তন করা হয়েছে।
আগামী ১০ এপ্রিল থেকে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। সূচি অনুযায়ী ১৩ এপ্রিল বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু ঐদিন বৈসাবি উৎসব থাকায় সূচি পরিবর্তনের দাবির পরিপ্রেক্ষিতে পরীক্ষাটি পেছানো হয়েছে।
সংশোধিত সূচি মোতাবেক, ১৩ এপ্রিল বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা পিছিয়ে আগামী ১৩ মে অনুষ্ঠিত হবে। তাছাড়া ব্যবহারিক পরীক্ষার সময়সূচিও পরিবর্তন করা হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারী) আন্তঃশিক্ষা বোর্ড এসএসসির সংশোধিত সময়সূচি প্রকাশ করে। সংশোধিত সময়সূচি অনুযায়ী, আগামী ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত সব ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে ১২ ডিসেম্বর প্রকাশিত পরীক্ষার সময়সূচিতে ১০ মে থেকে ১৮ মে পর্যন্ত সব ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।
এসএসসি পরীক্ষার সংশোধিত সূচি

