হোম ফ্যাক্টচেকজাতীয় কুমিল্লায় চাকরি হারালেন ৯৬ আনসার সদস্য

কুমিল্লায় চাকরি হারালেন ৯৬ আনসার সদস্য

শিক্ষাবাণী প্রতিবেদক

ক্যাম্প ত্যাগ করে ঢাকায় বেআইনি সমাবেশ ও সচিবালয় ঘেরাও করার অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুমিল্লা রেঞ্জের মোট ৯৬ জনকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) রাতে কুমিল্লা রেঞ্জের কমান্ডেন্ট রাশেদুজ্জামান সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রাশেদুজ্জামান জানান, আন্দোলনকারী আনসার সদস্যরা তাদের দাবি জানিয়েছিল আমাদের কাছে। আমরা সেসব দাবি কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। তারপরও অনেকে অতি উৎসাহী হয়ে ঢাকায় সচিবালয় ঘেরাও করেছে। তাদেরকে আমরা বিদ্রোহী হিসেবে চিহ্নিত করেছি। এদেরকে বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে। এছাড়া তাদের ব্যাপারে আইনি পদক্ষেপও নেওয়া হবে।

তিনি আরো বলেন, কুমিল্লা রেঞ্জ থেকে এখন পর্যন্ত মোট ৯৬ জনকে বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে। এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দায়িত্বরত ২২ জন আনসার সদস্যও রয়েছে।

You may also like

Leave a Comment