Home পরীক্ষা ও ফলাফলএকাডেমিক পরীক্ষা খুলেছে টেন মিনিট স্কুল

দেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান টেন মিনিট স্কুল পূণরায় চালু হয়েছে। সোমবার (১২ আগস্ট) তাদের অফলাইন সেন্টারের ক্লাস শুরু হয়েছিলো। টেন মিনিট স্কুল কর্তৃপক্ষ তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছে।

তাদের ফেসবুক পেজে লেখা হয়েছে, টেন মিনিট স্কুলের সকল লাইভ ক্লাস, রিভিশন ক্লাস এবং অফলাইন সেন্টারের কার্যক্রম আজ থেকে আবারও শুরু হচ্ছে।

এর আগে ২ আগস্ট অনির্দিষ্টকালের জন্য সকল লাইভ ক্লাস, রিভিশন ক্লাস এবং ইংলিশ সেন্টারের অফলাইন ক্লাস বন্ধ ঘোষণা করেছিল টেন মিনিট স্কুল কর্তৃপক্ষ।

এদিকে ছাত্র আন্দোলনে ‘সংহিত’ জানিয়ে বিনিয়োগ হারানো টেন মিনিট স্কুলের আর্থিক বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। সোমবার (১২ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন।

You may also like

Leave a Comment