Home উচ্চশিক্ষা চবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন ১ জানুয়ারি থেকে

চবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন ১ জানুয়ারি থেকে

চবির ভর্তি বিজ্ঞপ্তি

চবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে অনলাইনে ১ জানুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ বেলা ১১টা থেকে ১৫ জানুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। ১৮ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন ফি জমা দেয়া যাবে।

এবার প্রতিটি ইউনিট ও উপ-ইউনিটের আবেদন ফি ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে । অনলাইনের মাধ্যমে এ আবেদন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত তথ্য জানানো হয়েছে।

চবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে বিভিন্ন ইউনিট বা উপ ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহবান করা যাচ্ছে। প্রতি ইউনিট ও উপ-ইউনিটে আবেদন ফি (প্রসেসিং ফিসহ) ১ হাজার টাকা ধার্য করা হয়েছে । ভর্তিচ্ছুদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইট https://admission.cu.ac.bd-এ প্রচারিত ‘অনলাইনে আবেদন প্রক্রিয়া’ অনুসরণ করে আবেদন সম্পন্ন করে ফি পরিশোধ করতে হবে।

বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তিটি দেখুন

You may also like

Leave a Comment