চমক রেখে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। এই প্রথমবার কোন আইসিসি ইভেন্টে কিউইদের নেতৃত্ব দেবেন স্পিন অলরাউন্ডার মিচেল স্যান্টনার। এ ছাড়া অনভিষিক্ত ও তরুণ পেসারসহ দলটির স্কোয়াডে রয়েছে একাধিক চমক।
আসছে ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। দেশটির তিন ভেন্যু এবং দুবাইয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ম্যাচগুলো। তবে আইসিসিকে ১২ জানুয়ারির মধ্যে প্রতিযোগি দলগুলোর স্কোয়াড জমা দেওয়ার শেষদিন নির্ধারণ করে দেওয়া হয়েছে। এদিনই অধিনায়ক স্যান্টনারের কণ্ঠে ঘোষণা হয়েছে নিউজিল্যান্ডের ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড।
নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড
মিচেল স্যান্টনার (অধিনায়ক), মার্ক চাপম্যান, ম্যাট হেনরি, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, উইল ও’রুর্ক, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, নাথান স্মিথ, কেইন উইলিয়ামসন ও উইল ইয়াং।