Home শিক্ষা ধারা জাতীয়করণ হচ্ছে ইবতেদায়ী মাদ্রাসা

দেশের সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণের নীতিগত সিদ্ধান্ত সরকার নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (কারিগরি ও মাদ্রাসা বিভাগ) মাসুদুল হক। মঙ্গলবার (২৮ জানুয়ারি) এক ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন।

ইবতেদায়ী মাদ্রাসা

শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বলেন, প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় প্রাক-প্রাথমিক শ্রেণি খোলা অনুমোদনের পাশাপাশি শিক্ষক নিয়োগ দেওয়া হবে। শিক্ষকদের অন্য দাবিগুলো চলতি বছর থেকে বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে। 

শিক্ষা মন্ত্রণালয় থেকে এমন আশ্বাস পেয়ে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা।

ইবতেদায়ী শিক্ষকদের ৬ দাবিগুলোঃ

১। স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা নিবন্ধন স্থগিতাদেশ ২০০৮ প্রত্যাহার করা।

২। রেজিস্ট্রেশনপ্রাপ্ত কোডবিহীন মাদ্রাসাগুলো বোর্ড কর্তৃক কোড নম্বরে অন্তর্ভুক্তকরণ।

৩। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার আলাদা নীতিমালা।

৪। পাঠদানের অনুমতি, স্বীকৃতি, বেতন-ভাতা, নীতিমালা-২০২৫ অনুমোদন।

৫। প্রাথমিক বিদ্যালয়ের মতো অফিস সহায়ক নিয়োগের ব্যবস্থা নেওয়া।

৬। প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় প্রাক-প্রাথমিক শ্রেণি খোলা অনুমোদনের ব্যবস্থা নেওয়া। 

You may also like

Leave a Comment