অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের একান্ত সচিব (পিএস) মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়াকে অব্যাহতি দেওয়া হয়েছে। ৬ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করে প্রজ্ঞাপন জারি করে। তবে সম্প্রতি বিষয়টি গণমাধ্যমে আসে।
প্রজ্ঞাপনে তার অব্যাহতির কারণ উল্লেখ করা হয়নি। বিসিএস ২৮তম ব্যাচের কর্মকর্তা হাসনাত মোর্শেদ ২০২৩ সালের ১৮ আগস্ট উপদেষ্টার পিএস হিসেবে নিয়োগ পান। সে সময় প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, উপদেষ্টা যতদিন পদে থাকবেন অথবা পিএস হিসেবে কাউকে রাখার অভিপ্রায় ব্যক্ত করবেন ততদিন তিনি দায়িত্বে থাকবেন।
এর আগেও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়ার এপিএস মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পিও তুহিন ফারাবিকে অব্যাহতি দেওয়া হয়। তাদের বিরুদ্ধে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
উপদেষ্টাদের একান্ত সচিব পদে উপসচিব পর্যায়ের কর্মকর্তাদের মধ্য থেকে নিয়োগ দিয়ে থাকে জনপ্রশাসন মন্ত্রণালয়, যা সংশ্লিষ্ট উপদেষ্টার মতামতের ভিত্তিতে করা হয়।