ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের ‘অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস’ বিভাগের নাম পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে এই বিভাগের নাম হবে শুধুমাত্র ‘অ্যাকাউন্টিং বিভাগ’।
বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা সিন্ডিকেট গত ২৪ মার্চ অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত অনুমোদন করে।
এ বিষয়ে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মাকসুদুর রহমান সরকার কালবেলাকে জানান, “বিভাগটি প্রতিষ্ঠার সময় এর নাম ছিল ‘অ্যাকাউন্টিং বিভাগ’। পরবর্তীতে ২০০২ সালে এর নাম পরিবর্তন করে ‘অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস’ রাখা হয়। তবে চলতি বছরের জানুয়ারিতে বিভাগের নাম পুনরায় পরিবর্তনের জন্য সিনিয়র শিক্ষক ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়।”
তিনি আরও জানান, “গঠিত কমিটি বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠক করে নাম সংক্ষিপ্তকরণের প্রস্তাব দেয়। পরে সেই প্রস্তাব বিভাগের একাডেমিক সভায় অনুমোদন লাভ করে। এরপর বিষয়টি একাডেমিক কাউন্সিলের সভায় উপস্থাপন করা হলে সেখানেও অনুমোদিত হয়। সর্বশেষ এটি সিন্ডিকেটে উত্থাপন করা হলে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।”
উল্লেখ্য, ‘অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস’ বিভাগ দীর্ঘদিন ধরে এ নামেই পরিচালিত হয়ে আসছিল। তবে বিভাগের ইতিহাস, কার্যক্রম এবং শিক্ষা কার্যক্রমের মূল উপজীব্য বিবেচনায় পুরোনো নাম ‘অ্যাকাউন্টিং বিভাগ’ এ ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।