হোম সৃষ্টিকর্ম তুমি অপশন নও
তুমি অপশন নও

–এম.এস.কাঁকন

তোমাকে আমি বেছে নেইনি অপশন ভেবে,
তোমাকে আমি চেয়েছি মন থেকে, গভীর প্রেমে।
অনেকে আসে, অনেক নাম আসে,
কিন্তু তুমি একমাত্র যাকে মন ভালোবাসে।

তুমি ছিলে না একটা পছন্দের তালিকা,
তুমি ছিলে আমার মনের সবচেয়ে আপন ঠিকানা।
তোমাকে পেলে অন্য কিছু আর চাই না,
তোমার মতো করে কেউ হৃদয়ে জায়গা পায় না।

তোমায় আমি বেছে নিইনি—
তুমি এমনিতেই ছিলে আমার প্রিয়,
যাকে হারালে কষ্ট হয়,
যাকে পেলে মন হাসে নিরবধি।

তুমি আমার ভালোবাসা, আমার গল্প, আমার চাওয়া,
তুমি শুধু একজন না—তুমি “সেই একমাত্র” পাওয়া।

You may also like

Leave a Comment