১৮০
এম.এস.কাঁকন
তুমি ছিলে স্ক্রিনের ওপারে,
তবুও মনে লাগলো কাছে—
শব্দগুলোয় জমে উঠল গল্প,
চোখে চোখ না পড়েও হাসি আসে।
চ্যাটের লাইনেই শুরু হলো কথা,
কথা থেকে লাগলো মন,
ধীরে ধীরে হালকা একটা ভাব,
তারপর হলো জীবন।
তোমায় আমি ছুঁইনি কখনো,
তবুও লাগে ছুঁয়ে গেছো আমায়—
তোমার নামেই ঘুম ভাঙে,
তোমায় ভেবেই রাত কাটে নিঃশব্দে।
যারা বলে, “ও তো ভার্চুয়াল!”
তাদের বলি—এ ভালোবাসা নিঃস্বার্থ,
না আছে দাবি, না আছে শর্ত,
শুধু একটুকরো মায়া, নিরন্তর।
তুমি ছিলে দূরের তারা,
আজ হয়ে গেছো হৃদয়ের গান—
অনলাইন হোক বা অফলাইন,
ভালোবাসা তো থাকে সীমাহীন প্রাণ।