২০৬
…….এম. এস. কাঁকন
আমি ভালোবাসি বলেই কি তুমি এতো দূরে!
কিংবা তুমি দূরে আছো বলেই আমি ভালোবাসি তোমায়।
কে তুমি? তুমি তো সেই তুমি নও?
তুমি বাতাস হতে পারো, কিন্তু আকাশ নও—
কারণ, বিশাল আকাশ কখনো চলে যায় না,
লুকোচুরি খেলে না, মিথ্যাচার করে না।
আকাশ সারাটি জীবন একইভাবে, একই জায়গায় বিদ্যমান।
পালাবদলের সাথে তার চেহারার পরিবর্তন ঘটে—এটা ঠিক,
কিন্তু আকাশ সবসময় তার জায়গায় স্থবির।
তোমার মধ্যে আমি যে স্বভাব দেখছি,
এটা কখনো আকাশের মধ্যে বিদ্যমান নয়।
বাতাস কিংবা অন্য যে কেউ হলেও হবে তুমি,
কিন্তু “আকাশ” বলে নিজেকে ছোটো করোনো।
এতো ছোটো কখনো করো না,
যার ফলে তুমি ঘৃণারও ঊর্ধ্বে চলে যাও।
বিশ্বাস করো, আমি বলছি—তুমি, তুমি নও; অন্য কেউ বা অন্য কিছু।