হোম ফ্যাক্টচেক নির্বাচনে ডিসিদের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের নির্দেশ

নির্বাচনে ডিসিদের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের নির্দেশ

শিক্ষাবাণী প্রতিবেদক
জাতীয় নির্বাচন

জাতীয় নির্বাচনে জেলা প্রশাসকদের আইনের সর্বোচ্চ প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রদান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) ঢাকার ওসমানী উদ্যানে তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের শেষ অধিবেশনে এসব কথা বলেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন ঘিরে ইসির যতটুকু ক্ষমতা আছে তার সর্বোচ্চটা প্রয়োগ করবে। একইসাথে সারা দেশের জেলা প্রশাসকরা যাতে আইনের সর্বোচ্চ প্রয়োগ করেন সেই নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার বলেন,আমরা ছোটবেলায় পড়েছি জেলা প্রশাসকরা হলেন- সরকারের চোখ, হাত ও এবং মুখ। এই ডিসিদের চোখ দিয়ে সরকার দেখে, মুখ দিয়ে সরকার বলে এবং হাত দিয়ে সরকার কাজ করে। কিন্তু এই চোখ, মুখ এবং হাত আজ নষ্ট হয়ে গেছে।

তিনি বলেন, নির্বাচন পরিচালনায় উচ্চপর্যায়ের কোন চাপ ডিসিদের উপর যাবে না। যদি চাপ আসে সেটা ইসি পর্যবেক্ষণ করবে। সুতরাং মাঠপর্যায়ে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে আইনের সর্বোচ্চ প্রয়োগ করতে হবে। কোন ব্লেমিং গেম শোনা হবে না। কার কারণে কী করতে পারে নাই; এসব শোনা হবে না।

সিইসি আরও জানান, আমরা বলেছি, ইলেকশন ডে-তে বা ইলেকশনের দুই চার দিন আগে পরে নয়, এখন থেকে আপনারা ইলেকশনের কর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে যান। আপনারা যেখানে যাবেন, সেখানে বক্তৃতার একটা অংশ যেন ইলেকশনকেন্দ্রিক হয়ে থাকে। মানুষতো অনেকটা আমাদের ইলেকটোরাল সিস্টেমের ওপর আস্হা হারিয়েছে, আস্হার সংকট রয়েছে। যেখানে যাবেন, মানুষের ভোটের অধিকার সম্পর্কে তাদের সচেতন করার চেষ্টা করবেন। তাহলে এটা একটা কার্যকরী ভূমিকা রাখবে।

এ এম এম নাসির উদ্দীন বলেন, আমরা যেমন নির্বাচন কমিশন নিয়ে কাজ করছি, আপনারা আমাদের সহযোদ্ধা। আমরা একটা যুদ্ধে নেমেছি, এই যুদ্ধ হলো -একটা সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য। আপনারা (ডিসি) এখন থেকে কাজ শুরু করুন। তারা কথা দিয়েছেন, সেভাবে কাজ করবেন। আমরা বলেছি যে আপনারা (ডিসি) ব্লেম গেম বাদ দিন। অমুকে এটা করতেছে, তমুকে এটা করতেছে, এজন্য আমরা পারিনি-এসব বাদ দিন। ব্লেম গেম নয়, আমরা সামনের দিকে এগিয়ে যাই, সামনের দিকে তাকাই। সামনে আমাদের যেটা করতে হবে, সেটা নিয়ে চিন্তা করি। অতীতে কি হয়েছে, তা নিয়ে ঘাটাঁঘাঁটি করে আমাদের কাজ ফেলে রাখতে পারবো না। আমরা একসঙ্গে হাতে হাত রেখে কাজ করবো, তারা আমাদের ওয়াদা দিয়েছেন।

You may also like

Leave a Comment