হোম ফ্যাক্টচেক নোয়াখালীর উদ্দেশ্যে যাওয়া অস্ত্রের চালান জব্দ চট্টগ্রামে

নোয়াখালীর উদ্দেশ্যে যাওয়া অস্ত্রের চালান জব্দ চট্টগ্রামে

অস্ত্রের চালান,

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চেকপোস্টে অভিযান চালিয়ে আটটি অস্ত্র উদ্ধার ও দুই জন আটক

চট্টগ্রাম জেলা পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি চেকপোস্টে অভিযান চালিয়ে নোয়াখালীর উদ্দেশ্যে নেওয়া একটি মাইক্রোবাস থেকে অস্ত্রের একটি চালান জব্দ করেছে। জব্দকৃত অস্ত্রগুলো গাড়ির বিভিন্ন অংশে কৌশলে লুকানো ছিল। অভিযানে মাইক্রোবাস চালক মোহাম্মদ মনির ও তার সহযোগী হোসেন নামে দুই যাত্রীকে আটক করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার (২ মে) ভোর প্রায় ৪টায় সীতাকুণ্ড থানার বাঁশবাড়িয়া বাজারে মোঃ শাওনের ফার্নিচার দোকানের সামনে একটি চেকপোস্ট বসানো হয়। ওই চেকপোস্টে একটি কালো রঙের মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালিয়ে অস্ত্রের চালান উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রগুলো নোয়াখালীর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রাসেল কালবেলা বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত অস্ত্রের মধ্যে ছিল ছয়টি ওয়ান-শুটার গান, একটি দেশীয় তৈরি রাইফেল ও একটি একনলা বন্দুক।

জেলা পুলিশ জানায়, প্রায় তিন ঘণ্টা তল্লাশির পর মাইক্রোবাসের বিভিন্ন স্থানে লুকানো অস্ত্রের খণ্ড উদ্ধার করা হয়। আটক দুইজন প্রথমে অস্ত্রের চালানের কথা অস্বীকার করলেও, পরবর্তীতে গাড়ির পেছনের ডালায় অস্ত্রের একটি অংশ পাওয়ার পর পুনরায় জিজ্ঞাসাবাদে তারা অবশিষ্ট অস্ত্র থাকার কথা স্বীকার করেন। অভিযানটি পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রাসেল।

পুলিশ জানিয়েছে, তল্লাশির সময় মাইক্রোবাসটি সিগন্যাল পেয়ে চালক গাড়িটিকে অন্য রাস্তা দিয়ে পালাতে চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে তাকে আটক করে। পুলিশের কাছে গোপন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী ওই মাইক্রোবাসে অস্ত্রের চালান ছিল। জানা যায়, গাড়িটি কক্সবাজারের মহেশখালী থেকে অস্ত্র নিয়ে নোয়াখালীর উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল।

অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রাসেল আরও জানান, প্রথমে তল্লাশির সময় কোনো অস্ত্র পাওয়া যায়নি, কারণ অস্ত্রের অংশগুলো গাড়ির ভেতরে বিভিন্ন স্থানে লুকানো ছিল। গানের পাইলগুলি গাড়ির সিটের নিচে সংযুক্ত ছিল এবং পিছনের অংশগুলো গাড়ির পেছনের ডালার সঙ্গে সংযুক্ত কাভারের মধ্যে রাখা ছিল। পেছনের ডালার কাভার খুলে প্রথমে অস্ত্রের পিছনের অংশ পাওয়া যায়। পরে আটককৃতদের দেওয়া তথ্য অনুযায়ী বাকি অংশগুলো উদ্ধার করে জব্দ করা হয়।

রাসেল আরও বলেন, এ ঘটনায় জড়িত আসামিদের বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাসটি থানায় হেফাজতে রাখা হয়েছে। জেলা পুলিশ সুপারের নির্দেশে চট্টগ্রাম জেলায় চেকপোস্ট অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, জনস্বার্থে এই ধরনের অভিযান চালিয়ে যাওয়া হবে।

You may also like

Leave a Comment