নোয়াখালী সরকারি কলেজে হামলা ও ভাঙচুর চালিয়েছেন কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগ। অভিযোগ রয়েছে, ‘এটা আমার এলাকা’ বলেই তিনি কলেজে প্রবেশ করে ইসলামিক স্টাডিজ বিভাগের অফিস কক্ষে ভাঙচুর করেন এবং একই বিভাগের সহযোগী অধ্যাপক ও আব্দুস সালাম হলের হল সুপার মো. আনোয়ার হোসেনকে লাঞ্ছিত করেন।
সোমবার (৫ মে) দুপুরে নোয়াখালী সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের অফিস কক্ষে এ ঘটনা ঘটে। ঘটনার পর কলেজজুড়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জানা গেছে, নিয়ম লঙ্ঘন করে ছাত্রদলের সুপারিশে একটি নাম প্রস্তাব করা হলে সেটি হলে তোলা হয়নি। এর জের ধরেই ছাত্রদল সভাপতি রাশেদুল ইসলাম সোহাগ এ হামলা চালান বলে অভিযোগ।
ঘটনার বিষয়ে ভুক্তভোগী শিক্ষক মো. আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, “কয়েকদিন হলো আমি কলেজ হলের দায়িত্ব পেয়েছি। সোহাগ এসে একটি ছেলেকে হলে তোলার বিষয়ে প্রশ্ন করে। আমি তাকে বলি, নিয়ম মেনে সবাইকে হলে তোলা হবে। তখন সে উত্তেজিত হয়ে ওঠে, উচ্চস্বরে কথা বলে এবং হুমকি দিতে শুরু করে। আমি তাকে সংযত হতে বললে সে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ‘এটা আমার এলাকা’ বলে আমার কক্ষের টেবিল ও আসবাবপত্র ভাঙচুর করে। যাওয়ার আগে সে আমাকে দেখে নেওয়ার হুমকিও দেয়।”
অভিযুক্ত রাশেদুল ইসলাম সোহাগ অভিযোগ অস্বীকার করে বলেন, “ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি। শুধু একটু চেঁচামেচি হয়েছিল। তাছাড়া ওই স্যার শিবিরপন্থি।”
এ বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হলেও নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জাকির হোসেন কল রিসিভ করেননি।