হোম সৃষ্টিকর্ম পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ লিটনরা

পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ লিটনরা

পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ

হাসান মাহমুদের করা ১৭তম ওভারের পঞ্চম বলটিতে জোড়া রান নিয়ে সেঞ্চুরি ছুঁইলেন মোহাম্মদ হারিছ। পরের বলটি ছক্কা হাঁকিয়ে দলের জয়ের পথটাও মসৃণ করলেন তিনি। এরপর আর বেশি অপেক্ষা করতে হয়নি পাকিস্তানকে। তাওহীদ হৃদয়ের করা পরের ওভারের দুই বলেই জয় তুলে নেয় পাকিস্তান। এতেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইওয়াশ হলো লিটন দাসরা। আমিরাতের কাছে সিরিজ হারের পর এবার পাকিস্তানেও জিততে পারলেন না তারা।

লাহরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। আগে ব্যাটিং পেয়েও বাংলাদেশ ৬ উইকেটে তোলে ১৯৬ রান। সেটা ১৬ বল বাকি রেখেই পেরিয়ে গেছে পাকিস্তান।

অথচ আগে ব্যাটিং করা বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন। উদ্বোধনী জুটিতেই আসে ১১০ রান মাত্র ১০.৪ ওভারে। ইমন তুলে নেন ২৭ বলে অর্ধশতক, শেষ পর্যন্ত তিনি করেন ৩৪ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৬৬ রান। তানজিদও খেলেন ৩২ বলে ৪২ রানের কার্যকর ইনিংস।

উদ্বোধনী জুটি ভাঙার পর মিডল অর্ডারে লিটন দাস (১৮ বলে ২২) ও হৃদয়ের (১৮ বলে ২৫) ব্যাটে স্কোর এগিয়ে যেতে থাকে। তবে এক পর্যায়ে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা। ১৭.৫ ওভারে ১৭২ রানে পাঁচ উইকেট হারিয়ে কিছুটা ছন্দ হারায় দলটি।

You may also like

Leave a Comment