হোম সৃষ্টিকর্ম প্রত্যাশাহীন শান্তি

প্রত্যাশাহীন শান্তি

শিক্ষাবাণী প্রতিবেদক
প্রত্যাশাহীন শান্তি

….এম.এস. কাঁকন

আমি নিজেকে সুখী বলি—প্রতিদিন, প্রতিক্ষণ,
কারণ আমি আর কাউকে দিই না অন্তরের ঋণ।
চাওয়ার নামে হৃদয়কে করি না বন্ধক,
প্রত্যাশা মানেই তো এক নীরব বিষাক্ত ফাঁদ।

আমি জানি—মানুষ চায় ভুলে, দেয়ও ভুলে,
ভাঙা বিশ্বাস জমে থাকে নীরব রাতগুলে।
তাই আমি শিখেছি—আলোকিত থাকা নিজের দীপ্তিতে,
অন্যের আলো ধার করে নয়, নিজের অন্তর্জ্বালায়।

প্রত্যাশা—সেই নরম ছুরি,
যা বাহিরে মৃদু, ভিতরে রক্ত ঝরায় চুরি চুরি।
একবার যার পাশে দাঁড়াও,
সে একদিন হেঁটে যাবে—ফিরে তাকাবে না আর পিছু।

তাই আজ আমি মুক্ত, ভারহীন, একান্ত নিজস্ব,
কারো দায় নেই আমার মুখে হাসি রাখার শপথ।
আমি নিজের সকাল নিজেই আঁকি,
প্রত্যাশাহীন শান্তিতেই খুঁজে পাই জীবনের আসল আকাশ।

You may also like

Leave a Comment