Home উচ্চশিক্ষা বন্যার্তদের জন্য একদিনের বেতন দেবে জবির কর্মচারীরা

বন্যার্তদের জন্য একদিনের বেতন দেবে জবির কর্মচারীরা

বন্যার্তদের আর্থিক সহায়তার জন্য এক দিনের বেতন প্রদান করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণি এবং দৈনিক হাজিরাভিত্তিক কর্মচারীরা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষকে বেতন কেটে রাখার একটি চিঠিও দিয়েছেন কর্মচারীরা।

মঙ্গলবার (২৭ আগস্ট) জবির কর্মচারী সমিতির সভাপতি জামাল হোসাইন ও সাধারণ সম্পাদক সোহানুর রহমান স্বাক্ষরিত যৌথ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, গত ২৫ আগস্ট সকালে অনুষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির জরুরি সভায় সকল তৃতীয় শ্রেণি কর্মচারীদের স্বাক্ষরিত মতামতের ভিত্তিতে দেশে বন্যাকবলিত মানুষের সহায়তায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণি (স্থায়ী) এবং দৈনিক হাজিরাভিত্তিক (৩য় শ্রেণি) কর্মচারীদের মূল বেতনের এক দিনের সমপরিমাণ অর্থ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এতে আরও বলা হয়, কর্মচারী সমিতির জরুরি সভার ওই সিদ্ধান্ত মোতাবেক কর্মচারীদের বেতন থেকে এক দিনের সমপরিমাণ অর্থ কর্তনপূর্বক ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে (ট্রেজারার) সবিনয় অনুরোধ করছি।

You may also like

Leave a Comment