Home বন্যা বন্যার কবলে নোয়াখালী, বাড়ছে দুর্ভোগ

বন্যার কবলে নোয়াখালী, বাড়ছে দুর্ভোগ

by shikshabani

কয়েক দিনের তীব্র বর্ষণে তলিয়ে গেছে পুরো নোয়াখালী। জলাবদ্ধতা দেখা দিয়েছে জেলার বেগমগঞ্জের ৫নং ছয়ানী ইউনিয়ন পরিষদের ১ নং ওয়াডের রামেশ্বরপুর, আবদুল্লাপুর, কামালপুর, ছোট শিবনারায়ণপুর, বালুচরা গ্রামে। পানিবন্দি হয়ে পড়েছে গ্রামের হাজারো মানুষ। বন্যার পানিতে তলিয়ে গেছে অনেকের শেষ আশ্রয়স্থল।

জানা গেছে, নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় ১৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এই বৃষ্টিপাত আরও দুই দিন অব্যাহত থাকবে। তাই সহসাই কমছে না এই দুর্ভোগ। শহরের অধিকাংশ সড়কই এখন পানির নিচে। বাসা-বাড়িতেও ঢুকে পড়েছে পানি। বাড়ির উঠানে জাল দিয়ে মাছ ধরছেন অনেকে। প্রায় প্রতিটি সড়কের পাশের নালা-ড্রেন উপচে সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

পানিতে শহর তলিয়ে যাওয়ার কারণ হিসেবে স্থানীয়রা জানান, বিভিন্ন জায়গায় অবৈধভাবে বাঁধ দিয়ে মাছের ঘের করেছেন প্রভাবশালীরা। খাল-বিল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে। খাল দখল করে বাড়িঘরও নির্মাণ করা হয়েছে। যার কারণে সহজে পানি নামছে না।

বন্যা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, টানা বৃষ্টির ফলে জেলার বেশির ভাগ এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দি মানুষের জন্য শুকনো খাবার ও নগদ অর্থও বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও সার্বিক বিষয়টি এরই মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে।

You may also like

Leave a Comment