হোম ফ্যাক্টচেক বিশ্বে প্রথম ক্যানসার টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু

বিশ্বে প্রথম ক্যানসার টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু

শিক্ষাবাণী প্রতিবেদক

আর কোনো প্রাণ যাবে না মরণব্যাধি ক্যানসারে। এখন থেকে আর দূরারোগ্য থাকছে না এই ব্যাধী। এমনই আশার আলো দেখাচ্ছেন চিকিৎসা বিজ্ঞানীরা। ক্যানসারের সম্ভাব্য প্রতিষেধক আবিষ্কারের পর প্রথমবারের মতো তা পরীক্ষামূলকভাবে রোগীর দেহে প্রয়োগ শুরু করেছেন তারা।

গবেষকদের মতে, টিকাটি মূলত ফুসফুস ক্যানসারের রোগীদের জন্য বিশেষভাবে তৈরি। যাকে বলা হচ্ছে, এমআরএন টিকা। এর মধ্যে হাজার হাজার মানুষের জীবন রক্ষার ‘যুগান্তকারী’ সম্ভাবনা দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞরা।

গবেষণায় আরও দেখা গেছে, ক্যানসারে আক্রান্ত হয়ে বিশ্বে যত মানুষ মারা যায়, তার মধ্যে ফুসফুসের ক্যানসারে আক্রান্তদের সংখ্যাই সবচেয়ে বেশি। প্রতি বছর প্রায় ১৮ লাখ মানুষ জীবন হারায় এই ব্যাধীতে। ফুসফুসের ক্যানসারে টিউমার ছড়িয়ে পড়া রোগীদের বাঁচার হার খুবই কম।

গবেষকরা বলেছেন, তারা পরীক্ষামূলকভাবে যে টিকা দিচ্ছেন, সেটি ক্যানসার কোষকে আক্রমণ করবে এবং এর ফিরে আসাও প্রতিরোধ করবে। বহুল আলোচিত এই টিকার নাম দেওয়া হয়েছে বিএনটি-ওয়ান ওয়ান সিক্স। এটি তৈরি করছে জার্মান ওষুধ প্রযুক্তি কোম্পানি বায়োএনটেক।

গবেষকরা আরও বলেছেন, এই টিকার লক্ষ্য, ক্যানসারের বিরুদ্ধে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করে তোলা।

You may also like

Leave a Comment