হোম স্কলারশিপ বৃত্তি দিচ্ছে আরব আমিরাত, আবেদন শেষ ১৪ এপ্রিল

বৃত্তি দিচ্ছে আরব আমিরাত, আবেদন শেষ ১৪ এপ্রিল

শিক্ষাবাণী প্রতিবেদক
বৃত্তি দিচ্ছে আরব আমিরাত

স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে বৃত্তি দিচ্ছে আরব আমিরাত। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সংযুক্ত আরব আমিরাতের খলিফা বিশ্ববিদ্যালয়ে বৃত্তির আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা দেশটির বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। খলিফা বিশ্ববিদ্যালয়ের এ বৃত্তিটি সম্পূর্ণ অর্থায়িত। শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

খলিফা বিশ্ববিদ্যালয় ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয়। এটি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত একটি বিজ্ঞানকেন্দ্রিক বিশ্ববিদ্যালয়। টাইমস হায়ার এডুকেশনের এশিয়া ইউনিভার্সিটি সেরা তালিকায় বিশ্ববিদ্যালয়টি ২৮তম স্হানে রয়েছে। কিউএস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী বিশ্ববিদ্যালয়টি বিশ্বের ৪০১তম সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে স্হান পেয়েছে।

সুযোগ-সুবিধাঃ খলিফা বিশ্ববিদ্যালয়ের বৃত্তিটির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ করা হবে। এ ছাড়া থাকছে উপবৃত্তির সুবিধা। স্নাতকোত্তর শিক্ষার্থীদের উপবৃত্তি হিসেবে থাকছে ৮ হাজার দিরহাম। আর পিএইচডির জন্য থাকছে থাকছে ১০ হাজার দিরহাম। স্বাস্থ্যবীমার সুযোগও থাকছে। শিক্ষার্থীরা চাইলে যেকোনো আন্তর্জাতিক গবেষণা সম্মেলনেও অংশগ্রহণ করতে পারবেন।

বৃত্তির সময়কালঃ বিশ্ববিদ্যালয়টিতে পূর্ণকালীন ও খন্ডকালীন দুই ধরনের কোর্স চালু রয়েছে। দুই ধরনের কোর্সের সময়কাল ভিন্ন। স্নাতকোত্তরে পূর্ণকালীন কোর্সে বৃত্তির মেয়াদ থাকবে ২ বছর। খন্ডকালীন স্নাতকোত্তর শেষ করা যাবে ৩ বছরের মধ্যে। অন্যদিকে পিএইচডির ক্ষেত্রে এ বৃত্তির মেয়াদ থাকবে ৩ থেকে ৪ বছর।

অধ্যয়নের ক্ষেতসমূহঃ খলিফা বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং, মেডিসিন, নিরাপত্তা, বিজ্ঞান ও প্রযুক্তি, কলায় ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে। এসব ডিগ্রির আওতায় রয়েছে: রাসায়নিক প্রকৌশল, ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, পদার্থ বিজ্ঞান ও প্রকৌশল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আন্তর্জাতিক ও নাগরিক নিরাপত্তা অধ্যয়ন, মহাকাশ প্রকৌশল, যন্ত্র প্রকৌশল, রোবোটিকস।

প্রয়োজনীয় কাগজপত্রঃ একাডেমিক ট্রান্সক্রিপ্ট, আপডেট সিভি, পাসপোর্ট সাইজের ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড), বৈধ পাসপোর্ট, ব্যক্তিগত বিবৃতি, স্টেটমেন্ট অব পারপাস, দুটি রিকমেন্ডেশন লেটার।

আবেদনের যোগ্যতাঃ স্নাতকোত্তর ডিগ্রির আবেদনের জন্য স্নাতক ডিগ্রির সার্টিফিকেট ও পিএইচডি ডিগ্রি প্রোগ্রামের স্নাতকোত্তর ডিগ্রি সার্টিফিকেট থাকতে হবে। ইংরেজি দক্ষতার সনদপত্র, এ ছাড়া পিএইচডি ডিগ্রির জন্য গবেষণাকর্ম থাকতে হবে।

আবেদন যেভাবেঃ আবেদন করতে ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়ঃ ১৪ এপ্রিল ২০২৫।

You may also like

Leave a Comment