বহুল প্রতীক্ষিত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের খেলা শুরু হয়েছে ৩০ ডিসেম্বর (সোমবার)। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে মাঠে নামে গত আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও নবাগত দুর্বার রাজশাহী। আসরের প্রথম ম্যাচে শুরুতে ব্যাটিং বিপর্যয় পড়লেও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশাল মাহমুদুল্লাহ রিয়াদ ও ফাহিম আশরাফের ঝড়ো ব্যাটিংয়ে ভর করে জয় ছিনিয়ে নেয় ।
সোমবার (৩০ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত আসরের প্রথম ম্যাচে টস হেরে আগে ব্যাট করে ইয়াসির আলী রাব্বির দুর্দান্ত ৯৪ রানের সুবাদে ১৯৭ রানের বিশাল সংগ্রহ গড়ে রাজশাহী। জবাবে এক পর্যায়ে ৬১ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা বরিশাল মাহমুদুল্লাহ রিয়াদ ও ফাহিম আশরাফির ঝড়ো ব্যাটিংয়ে ১১ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায়। দুই ব্যাটসম্যানের ৩৫ বলে ৮৮ রানের পার্টনারশিপই ম্যাচের পার্থক্য গড়ে দেয়।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল বিপিএলের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে। বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে শেষ পাঁচ ওভারে তাদের প্রয়োজন ছিল ৫৮ রান। ১৬তম ওভারে মাহমুদউল্লাহ রিয়াদ দুই চার ও এক ছক্কায় ১৯ রান তুলে চাপ কিছুটা কমান। পরের ওভারে ফাহিম আশরাফ ঝড়ো ব্যাটিংয়ে তিনটি ছক্কা ও একটি চারে ২৫ রান তুলে নেন। দুই মিডল অর্ডার ব্যাটসম্যানের এমন ব্যাটিংয়ে বরিশাল ১১ বল হাতে থাকতেই জয় নিশ্চিত করে।
সংক্ষিপ্ত স্কোর
দুর্বার রাজশাহী: ২০ ওভারে ১৯৭/৩ (ইয়াসির ৯৪*, এনামুল ৬৫; মায়ার্স ২/১৩, ফাহিম ১/৪২)। ফরচুন বরিশাল: ১৮.১ ওভারে ২০০/৬ (মাহমুদউল্লাহ ৫৬*, ফাহিম ৫৪*, হৃদয় ৩২, আফ্রিদি ২৭; তাসকিন ৩/৩১, মুরাদ ২/৪২, জিশান ১/৬)। ফল: বরিশাল ৪ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: মাহমুদউল্লাহ