রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকার্স সিলেকশন কমিটি প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে অফিসার (ক্যাশ) -এর শূন্য পদে ১ হাজার ২৬২ জনকে নিয়োগ প্রদান লক্ষ্যে এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২০ জানুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ১৯ ফেব্রুয়ারী পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ছয়টি ব্যাংকে সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ‘অফিসার (ক্যাশ)’–এর শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ ১ হাজার ২৬২টি। বাংলাদেশি নাগরিকেরা অনলাইনে আবেদন করতে পারবেন।

ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, নেবে ১২৬২ জন
পদের নামঃ অফিসার (ক্যাশ)
পদসংখ্যাঃ ১ হাজার ২৬২ জন। সোনালী ব্যাংক পিএলসিতে ৮৪৯ জন, পিএলসিতে ৩২০ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিতে ৬ জন বাংলাদেশে কৃষি ব্যাংকে ৬৪ জন, প্রবাসীকল্যাণ ব্যাংকে ৫ জন ও বেসিক ব্যাংক লিমিটেডে ১৮ জন।
১ হাজার ২৬২টি পদের মধ্যে সোনালী ব্যাংক পিএলসিতে ৮৪৯টি, অগ্রণী ব্যাংক পিএলসিতে ৩২০, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিতে ৬, বাংলাদেশ কৃষি ব্যাংকে ৬৪, প্রবাসীকল্যাণ ব্যাংকে ৫ ও বেসিক ব্যাংক লিমিটেডে ১৮টি।
বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১৬০০০-১৬৮০০-১৭৬৫৪০—৩৮৬৪০ টাকা এবং নিয়মানুযায়ী অন্যান্য সুবিধা
আরও পড়ুন

আবেদনে শিক্ষাগত যোগ্যতা
ক. স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।
খ. মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষায় ন্যূনতম ১টিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে।
গ. কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদি স্নাতক (সন্মান) ডিগ্রি থাকতে হবে।
বয়সসীমাঃ ২১-৩২ বছর
আবেদন ফিঃ ২০০ টাকা
আবেদন প্রক্রিয়াঃ আবেদন করতে ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।