Home উচ্চশিক্ষা রুয়েট ভর্তি পরীক্ষার আবেদন শুরু

রুয়েট ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে শনিবার (৪ জানুয়ারি) থেকে। এ আবেদন প্রাক্‌–নির্বাচনী পরীক্ষার জন্য। ১৬ ডিসেম্বরে বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সে ভর্তি–ইচ্ছুক প্রার্থীদের কাছ থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে পুরকৌশল, তড়িৎ ও কম্পিউটার কৌশল এবং যন্ত্রকৌশল অনুষদে ১৪টি ডিপার্টমেন্টে মোট ১ হাজার ২৩৫টি (৫টি সংরক্ষিত আসনসহ) আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

আবেদনের যোগ্যতা:
প্রার্থীকে বাংলাদেশের যেকোনো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড অথবা কারিগরি শিক্ষা বোর্ড থেকে ২০২১ খ্রিষ্টাব্দে অথবা ২০২২ খ্রিষ্টাব্দের মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ–৪ অথবা সমতুল্য গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে;

প্রার্থীকে বাংলাদেশের যেকোনো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড বা কারিগরি শিক্ষা বোর্ড থেকে ২০২৪ খ্রিষ্টাব্দের উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজি—এ চার বিষয়ের প্রতিটিতে ন্যূনতম জিপিএ–৪ সহ মোট ন্যূনতম জিপিএ–১৮ পেতে হবে।

প্রার্থী জিসিই ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল পরীক্ষায় পাস করে থাকলে তার ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য জিসিই ‘ও’ লেভেল পরীক্ষায় কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড পেয়ে পাস করতে হবে। জিসিই ‘এ’ লেভেল পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা, রসায়নে পৃথক পৃথকভাবে কমপক্ষে ‘বি’ গ্রেড পেয়ে পাস হতে হবে। উল্লেখ্য, প্রার্থীকে ২০২৩ খ্রিষ্টাব্দের নভেম্বর বা তারপরে ‘এ’ লেভেল সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে।

কমপক্ষে ১২ শিক্ষাবর্ষ অধ্যয়নকাল থাকা সাপেক্ষে বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৪ খ্রিষ্টাব্দের উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর ক্ষেত্রে গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজি বিষয়ের প্রতিটিতে আলাদাভাবে ৮০ শতাংশ নম্বর বা সমমানের গ্রেড পেতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় গড়ে কমপক্ষে ৭০ শতাংশ নম্বর বা সমমানের গ্রেড পেতে হবে।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণেরকারী নির্বাচনের পদ্ধতি

নির্দিষ্ট সময়ের মধ্যে প্রাপ্ত সব বৈধ আবেদনপত্রের মধ্য থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা, রসায়ন, ও ইংরেজি—এ চার বিষয়ে প্রাপ্ত মোট গ্রেড পয়েন্ট অনুযায়ী একটি মেধাতালিকা তৈরি করা হবে। প্রার্থীর সংখ্যা বেশি হলে এ তালিকা থেকে প্রথম ২৪ হাজার প্রার্থীকে প্রাক্‌-নির্বাচনী (এমসিকিউ) পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। তবে ২৪ হাজারতম প্রার্থী একাধিক হলে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় যথাক্রমে গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রাক্‌-নির্বাচনী (এমসিকিউ) পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থী সংখ্যা চূড়ান্ত করা হবে।

উল্লেখিত শর্তাবলি পূরণ সাপেক্ষে প্রাক্‌-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের সর্বোচ্চ তিন শিফটে বিভক্ত করে প্রাক্‌-নির্বাচনী পরীক্ষা গ্রহণ করা হবে। প্রতিটি শিফটে প্রার্থীদের উপস্থিতির আনুপাতিক হারে পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্বাচনী পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রস্তুত করা হবে।

নির্বাচনী (লিখিত) পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত আবেদনকারীদের তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আবেদনপত্র পূরণ ও জমাদানের তারিখ:

আবেদনপত্র অনলাইনে পূরণ ও জমা শুরু: ৪ জানুয়ারি ২০২৫ সকাল ১০টা থেকে
আবেদনপত্র অনলাইনে পূরণ ও জমা শেষ: ১৪ জানুয়ারি ২০২৫ রাত ১১টা ৫৯ মিনিট থেকে
আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ: ১৫ জানুয়ারি ২০২৫ বিকেল ৫টা পর্যন্ত

প্রাক্‌-নির্বাচনী (এমসিকিউ) পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য আবেদনকারীদের নামের তালিকা প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫ রাত ১১টা ৫৯
প্রাক্‌–নির্বাচনীর প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে : ২৫ জানুয়ারি ২০২৫
প্রাক্‌–নির্বাচনী পরীক্ষা: ৮ ফেব্রুয়ারি ২০২৫ (পরীক্ষার শিফট ও সময় রুয়েটের ওয়েবসাইট তে প্রকাশ করা হবে)

নির্বাচনী (লিখিত) পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের যোগ্য তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫
নির্বাচনী (লিখিত) পরীক্ষায় প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে: ১৬ ফেব্রুয়ারি ২০২৫
নির্বাচনী (লিখিত) পরীক্ষা অনুষ্ঠিত হবে : ২০ ফেব্রুয়ারি ২০২৫, সকাল ১০টায়
নির্বাচনী (লিখিত) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে : ৮ মার্চ ২০২৫

আবেদন করতে এখানে ক্লিক করুন

You may also like

Leave a Comment