প্রায় এক সপ্তাহ ধরে ভয়াবহ দাবানলে ঝলছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস। ভয়াবহ দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে। প্রাণহানির সংখ্যাটি নিশ্চিত করেছে লস অ্যাঞ্জেলস কাউন্টির চিকিৎসা পর্যবেক্ষকরা।
তাদের মতে, হতাহতদের ঘটনার তদন্ত চলছে। রোববার (১২ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
এদিকে লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিকেল এক্সামিনার বা করোনারের কার্যালয় দাবানলে নিহতদের একটি তালিকা প্রকাশ করেছে। তবে এই তালিকায় নিহতদের বিস্তারিত পরিচয় বা বিবরণ দেওয়া হয়নি।
নথিতে বলা হয়েছে, দাবানলে নিহতের মধ্যে প্যালিসেডস ফায়ার জোনে ৫ জন এবং ইটন ফায়ার জোনে ১১ জনসহ মোট ২৪ জনের প্রাণহীনর তথ্য পাওয়া গেছে।
কর্মকর্তারা জানিয়েছে, এর আগে নিহতের সংখ্যা ছিল ১৬ জন। নিহতদের মরদেহ খুঁজে পেতে কুকুরের মাধ্যমে তল্লাশি চালানোয় এই সংখ্যা আরও বাড়বে বলে তারা আশঙ্কা করছেন। এছাড়া নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে তথ্য পেতে কর্তৃপক্ষ ইতোমধ্যেই একটি তথ্যকেন্দ্র স্হাপন করেছে।