Home সৃষ্টিকর্মসঙ্গীত ও নাচ শিল্পকলায় কবিতা আবৃত্তি, বসেছে পাঠের আসর

শিল্পকলায় কবিতা আবৃত্তি, বসেছে পাঠের আসর

by shikshabani

শিল্পকলায় আবৃত্তি সন্ধ্যায় মুগ্ধতা ছড়ালেন আবৃত্তিকাররা। কবিতা আবৃত্তি আর পাঠের আসরে তৈরি হলো এক মনোমুগ্ধকর পরিবেশ।

রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক আয়োজিত ‘ওরা সবাই হঠাৎ ফোটা, শিমুলের ধবধবে তুলো’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত হলো কবিতা পাঠ ও আবৃত্তিবিষয়ক অনুষ্ঠান।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাবন্ধিক, গবেষক, সাহিত্য সমালোচক, সমাজ বিশ্লেষক ও বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান।

কবিতা পাঠ ও আবৃত্তিবিষয়ক অনুষ্ঠানে বৃন্দ আবৃত্তি ‘প্রজন্মের দ্রোহ’ পরিবেশন করে ইউল্যাব বাংলা সংসদ। সুমন সোবহানের ‘জুলাইয়ের রাজপথ’ কবিতাটি আবৃত্তি করেন শহীদুল ইসলাম রাজু, কবি কণ্ঠে কবিতা পাঠ করেন রুমীয়া রুমি, ‘সব ধর্ষক থাকে আড়ালে’ আবৃত্তি করেন শাহরিয়ার খান শিহাব, অভ্র ভট্টাচার্য-এর ‘বিপ্লবের ক্ষতচিহ্ন থেকে গড়িয়ে গেছে রক্ত’ আবৃত্তি করেন কাজী বুশরা আহমেদ তিথি।

এ ছাড়া কবি কণ্ঠে ‘দীর্ঘশ্বাসের ইতিহাস’ কবিতা পাঠ করেন সাখাওয়াত টিপু। ভাস্কর চৌধুরী’র ‘আমার বন্ধু নিরঞ্জন’, রাম বসু’র ‘পরান মাঝি হাঁক দিয়েছে’ কবিতা আবৃত্তি করেন হাবীবা সুলতানা হ্যাপী, কবি কণ্ঠে কবিতা পাঠ করেন কামরুজ্জামান কামু, সুকান্ত ভট্টাচার্য-এর কবিতা ‘দেশলাই কাঠি’ আবৃত্তি করেন ফয়জুল আলম পাপপু, কবি কণ্ঠে ‘কবিতার তরুণরা’, ‘লৌহজং’ ও ‘আত্মঘাতীর ট্রাউজার’ কবিতা পাঠ করেন কাজল শাহনেওয়াজ।

সর্বশেষে পরিবেশিত হয় বৃন্দ আবৃত্তি ‘অনির্বাপিত দ্রোহ’। পরিবেশন করেন ধ্বনি, গ্রন্থনা ও নির্দেশনা- কবি মেহজাবীন প্রিয়ন্তী স্বর, প্রক্ষেপণে- প্রত্যাশা, প্রিয়ন্তী, ইমতিয়াজ, অনিতা, মিলি ও বারি।

You may also like

Leave a Comment