সরকারি চাকরিতে ১৩ থেকে ১৬তম গ্রেড (পূর্বের তৃতীয় শ্রেণি) এবং ১৭ থেকে ২০তম গ্রেডের (পূর্বের চতুর্থ শ্রেণি) ২ লাখ ৬৯ হাজার শূন্যপদে দ্রুতই নিয়োগ দিতে চায় সরকার।
এক মাসের মধ্যে এসব শূন্যপদে নিয়োগের অনুরোধ জানিয়ে সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে। এমনকি এসব পদে নিয়োগের এখতিয়ারাধীন মন্ত্রণালয়-বিভাগ ও দপ্তরগুলোকে তাগাদাও দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, সরকারি চাকরিতে ১৩ থেকে ১৬তম গ্রেড (পূর্বের তৃতীয় শ্রেণি) এবং ১৭ থেকে ২০তম গ্রেডের (পূর্বের চতুর্থ শ্রেণী) ২ লাখ ৬৯ হাজার পদ শূন্য রয়েছে। বিপুল সংখ্যক পদ শূন্য থাকায় সরকারি কাজে বিঘ্ন ঘটছে। ফলে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না জনগণ। সরাসরি নিয়োগযোগ্য এ পদগুলো দ্রুত পূরণ করতে চায় সরকার। তাই শূন্যপদে দ্রুতই নিয়োগ
শূন্যপদে দ্রুতই নিয়োগ দিতে চায় সরকার
জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে থাকা সর্বশেষ কর্মকর্তা-কর্মচারীদের তথ্য অনুযায়ী, প্রশাসনে মোট ৪ লাখ ৭৩ হাজার একটি পদ খালি আছে। এর মধ্যে ১৩ থেকে ২০তম গ্রেডে খালি পদ রয়েছে ২ লাখ ৬৯ হাজার ৮৯৯টি। ১৩ থেকে ১৬তম গ্রেডে শূন্যপদ রয়েছে ১ লাখ ৪৪ হাজার ৬৫৪টি, ১৭ থেকে ২০তম গ্রেডে শূন্যপদ রয়েছে ১ লাখ ২৫ হাজার ২৪৫টি।
জানা গেছে, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদগুলোতে নিয়োগের এখতিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দপ্তরসমূহের থাকলেও প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদগুলোতে নিয়োগ দেয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (PCI) ।
এ ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি (নিয়োগ,পদোন্নতি ও প্রেষণ) অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. এরফানুল হক বলেন, ‘আগের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদগুলোতে মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরগুলো সরাসরি নিয়োগ দিতে পারে। অর্থাৎ নিজেরাই নিয়োগ দিতে পারে, এক্ষেত্রে পিএসসিতে যেতে হয় না।’
তিনি আরো বলেন, “দাপ্তরিক কাজে গতিশীলতা আনতে ও মানুষকে যথাযথ সেবা নিশ্চিতে আগামী এক মাসের মধ্যে এসব পদে নিয়োগের জন্য বলা হয়েছে। এরই মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় এ বিষয়ে কাজ শুরু করেছে।