হোম জবস ২লাখ ৬৯ হাজার শূন্যপদে দ্রুতই নিয়োগ নতুন দিতে চায় সরকার

২লাখ ৬৯ হাজার শূন্যপদে দ্রুতই নিয়োগ নতুন দিতে চায় সরকার

শূন্যপদে দ্রুতই নিয়োগ

সরকারি চাকরিতে ১৩ থেকে ১৬তম গ্রেড (পূর্বের তৃতীয় শ্রেণি) এবং ১৭ থেকে ২০তম গ্রেডের (পূর্বের চতুর্থ শ্রেণি) ২ লাখ ৬৯ হাজার শূন্যপদে দ্রুতই নিয়োগ দিতে চায় সরকার।

এক মাসের মধ্যে এসব শূন্যপদে নিয়োগের অনুরোধ জানিয়ে সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে। এমনকি এসব পদে নিয়োগের এখতিয়ারাধীন মন্ত্রণালয়-বিভাগ ও দপ্তরগুলোকে তাগাদাও দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, সরকারি চাকরিতে ১৩ থেকে ১৬তম গ্রেড (পূর্বের তৃতীয় শ্রেণি) এবং ১৭ থেকে ২০তম গ্রেডের (পূর্বের চতুর্থ শ্রেণী) ২ লাখ ৬৯ হাজার পদ শূন্য রয়েছে। বিপুল সংখ্যক পদ শূন্য থাকায় সরকারি কাজে বিঘ্ন ঘটছে। ফলে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না জনগণ। সরাসরি নিয়োগযোগ্য এ পদগুলো দ্রুত পূরণ করতে চায় সরকার। তাই শূন্যপদে দ্রুতই নিয়োগ

শূন্যপদে দ্রুতই নিয়োগ দিতে চায় সরকার

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে থাকা সর্বশেষ কর্মকর্তা-কর্মচারীদের তথ্য অনুযায়ী, প্রশাসনে মোট ৪ লাখ ৭৩ হাজার একটি পদ খালি আছে। এর মধ্যে ১৩ থেকে ২০তম গ্রেডে খালি পদ রয়েছে ২ লাখ ৬৯ হাজার ৮৯৯টি। ১৩ থেকে ১৬তম গ্রেডে শূন্যপদ রয়েছে ১ লাখ ৪৪ হাজার ৬৫৪টি, ১৭ থেকে ২০তম গ্রেডে শূন্যপদ রয়েছে ১ লাখ ২৫ হাজার ২৪৫টি।

জানা গেছে, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদগুলোতে নিয়োগের এখতিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দপ্তরসমূহের থাকলেও প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদগুলোতে নিয়োগ দেয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (PCI) ।

এ ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি (নিয়োগ,পদোন্নতি ও প্রেষণ) অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. এরফানুল হক বলেন, ‘আগের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদগুলোতে মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরগুলো সরাসরি নিয়োগ দিতে পারে। অর্থাৎ নিজেরাই নিয়োগ দিতে পারে, এক্ষেত্রে পিএসসিতে যেতে হয় না।’

তিনি আরো বলেন, “দাপ্তরিক কাজে গতিশীলতা আনতে ও মানুষকে যথাযথ সেবা নিশ্চিতে আগামী এক মাসের মধ্যে এসব পদে নিয়োগের জন্য বলা হয়েছে। এরই মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় এ বিষয়ে কাজ শুরু করেছে।


You may also like

Leave a Comment