Home ফ্যাক্টচেক সালমান-পলক ফের রিমান্ডে
সালমান-পলক

সালমান-পলক ফের রিমান্ডে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা কলেজের শিক্ষাার্থী মো. শামীমকে হত্যাচেষ্টা মামলায় সালমান এফ রহমান ও জুনায়েদ আহমেদ পলককে ফের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার (১৫ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এমএ আজহারুলের ইসলামের আদালত এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

সালমান-পলক রিমান্ডে

এর আগে সালামন এফ রহমান ও জুনায়েদ আহমেদ পলককে ঢাকার চিফ মেট্রোপলিটন আদালতে তোলা হয়। পরে তাদের দুজনকে নিউমার্কেট থানার হত্যাচেষ্টা মামলায় ৭ দিনের রিমান্ড চান তদন্ত কর্মকর্তা সাব-সেক্টর মো. ওমর ফারুক। এ সময় দু’পক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালত আসামীদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১৬ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা কলেজের সামনে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের গুলিতে আহত হন শিক্ষার্থী মো. শামীম। আহত হয়ে তিনি হাসাপাতালে চিকিৎসা নেন।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে গত ২৮ নভেম্বর মো. শামীম বাদী হয়ে রাজধানীর নিউমার্কেট থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

জামালপুরের সেই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

You may also like

Leave a Comment