২২৫
—এম.এস. কাঁকন
যে চোখে দেখেছিল আলো,
সে চোখেই আঁধার দেখে—
যে সৌন্দর্যে কাছে আসে,
সেই সৌন্দর্যেই কেঁদে শেখে।
আমি কি কেবল রঙের মায়া?
নাকি সময়ের মাপা ছায়া?
যে ভালোবাসা রূপেই বাঁধা,
সে তো কেবলই মিথ্যা দায়া।
যদি ঝরে যায় গোধূলি বেলা,
তবে কি রংহীন সন্ধ্যা নয়?
যে থেকে যায় অন্তরে চিরকাল,
সে-ই তো সত্য, সে-ই আলো হয়।
যে সৌন্দর্য দেখে পথ বদলায়,
সে আমার না হোক,
যে হৃদয়ের মাঝে থাকে চিরদিন,
তাকেই দিলাম সুখ।