সারাদেশের সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তি লটারির ফল আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১ম তালিকায় নির্বাচিত হয়েছেন ৯৮ হাজার ২০৫ জন। আর বেসরকারি স্কুলে নির্বাচিত হয়েছেন ২ লাখ ৭ হাজার ৮৮৩ জন।
এছাড়াও সরকারি স্কুলের ১ম অপেক্ষামাণ তালিকায় রয়েছেন ৭৯ হাজার ৫০২ জন, আর বেসরকারি স্কুলের অপেক্ষামাণ তালিকায় রয়েছেন ১ লাখ ১ হাজার ১৫৬ জন। সরকারি স্কুলের দ্বিতীয় অপেক্ষামাণ তালিকায় রয়েছেন ৫৮ হাজার ৫৫৮ জন। আর বেসরকারির ২য় অপেক্ষামাণ তালিকায় রয়েছেন ৬৭ হাজার ৫১৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও সরকারিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আগ্রহের জোয়ার দেখা গেছে। বিপরীতে প্রকট হয়েছে বেসরকারিতে ভর্তির অনাগ্রহ। এবার সরকারি-বেসরকারি ৫ হাজার ৬২৫টি বিদ্যালয়ে মোট আসন সংখ্যা আছে ১১ লাখ ১৬ হাজার ৬৩৩টি। আসন্ন শিক্ষাবর্ষে স্কুল ভর্তির জন্য সরকারি ও বেসরকারি স্কুলে মোট ৯ লাখ ৬৫ হাজার ৭০৪ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছেন। ১৫ লাখ ৬৩ হাজার ৭৩৮টি পছন্দ দিয়েছেন তারা। এবার সবচেয়ে বেশি আবেদন পড়েছে সরকারি স্কুলগুলোতে। ৬৮০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১ লাখ ৮ হাজার ৭১৬টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৬ লাখ ৩৫ হাজার ৭২ টি।
মহানগর ও জেলা সদরের ৪ হাজার ৯৪৫টি বেসরকারি বিদ্যালয়ে রয়েছে মোট ১০ লাখ ৭ হাজার ৬৭৩টি আসন। এর বিপরীতে এবার আবেদন করেছেন ৩ লাখ ৪৮ হাজার ৪৬৭ জন শিক্ষার্থী। তারা স্কুল পছন্দ দিয়েছেন ৬ লাখ ২৮ হাজার চারটি। সে হিসেবে ভর্তির পরও বেসরকারি স্কুলে আসন সংখ্যা শূন্য থাকবে। সরকারি স্কুলগুলোতে আবেদনের শীর্ষে রয়েছে মতিঝিল সরকারি বয়েজ স্কুল। বেসরকারিতে ভিকারুননিসা নূন স্কুলে আগ্রহ বেশি দেখিয়েছেন ছাত্রীরা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে এ লটারির তারিখ নির্ধারণ করা হয়েছিলো ১২ ডিসেম্বর। টেলিটকের অনুরোধে ও নানা জটিলতায় তা পিছিয়ে ১৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়।