Home পরীক্ষা ও ফলাফলএকাডেমিক পরীক্ষা ২০২৫ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

২০২৫ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। আগামী বছরের ১০ এপ্রিল বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে এ পরীক্ষা শুরু হবে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি পরীক্ষার সূচি প্রকাশ করেছে। এবছরের এসএসসি ও সমমানের পরীক্ষা পূর্ণমান এবং পূর্ণ সময়ে অনুষ্ঠিত হবে।

আগামী ১০ এপ্রিল থেকে এসএসসি শুরু হওয়া পরীক্ষা চলবে ০৮ মে পর্যন্ত। তত্ত্বীয় বিষয়সমূহ নির্ধারিত তারিখে সকাল ১০টা থেকে আরম্ভ হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে। ১০ মে থেকে ১৮ মে পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ১০ মে এবং ১৮ মে এর মধ্যে শেষ করতে হবে।

পরীক্ষার্থীরা কেন্দ্রে সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। কেন্দ্রসচিব ছাড়া পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।

You may also like

Leave a Comment