২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির মেয়াদ আবারও বৃদ্ধি করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তবে কবে থেকে ক্লাস শুরু হবে তা নিয়ে কোন তথ্য নিশ্চিত হয়নি।
নতুন সিদ্ধান্ত মোতাবেক, সর্বশেষ ধাপে অনলাইনে আবেদন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার, যা চলবে আগামী ১৮ আগস্ট ২০২৪ পর্যন্ত। এবং এ ধাপের ফলাফল প্রকাশ হবে ২১ আগস্ট। ২২ থেকে ২৪ আগস্ট পর্যন্ত নির্বাচন নিশ্চায়ন শেষে ২৫ আগস্ট কলেজ সমূহে চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু হবে।
১৫ আগস্ট (বৃহস্পতিবার) আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান জনাব তপন কুমার সরকারের স্বাক্ষর করা জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তি জানানো হয়, শিক্ষার্থী ও অভিভাবকদের কলেজে শূন্য আসন সংখ্যা দেখে সর্বনিম্ন ৫ টি ও সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে হবে।আবেদন প্রক্রিয়া সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও একাদশে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে রয়েছে। সেই নির্দেশিকা মেনে আবেদন করতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, অনলাইন ছাড়া ম্যানুয়ালী কোন শিক্ষার্থীকে একাদশ শ্রেণিতে ভর্তি করা হবে না। এ সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক ও শিক্ষার্থীদের পুনরায় অবহিত করা হবে।